• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাভোর চোটে কপাল খুলল ইরফান পাঠানের


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০১৭, ০৫:০৮ পিএম
ব্রাভোর চোটে কপাল খুলল ইরফান পাঠানের

ঢাকা: ইরফান পাঠান গত বছর আইপিএল খেলেছিলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে৷ এক মৌসুম পরই তাকে ছেড়ে দেয় দলটি। এবার নিলামে ইরফানকে কোনও ফ্রাঞ্চাইজি ডাকেনি। বেকার বসে আছেন তিনি। এরমাঝে গুজরাট লায়ন্সের অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা ডোয়েইন ব্রাভোর চোট কপাল খুলে দিল ইরফানের।

চোটের কারণে এ মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি ব্রাভো।বাকি ম্যাচগুলোতেও খেলার সম্ভাবনা নেই।তাই গুজরাট ঘরের ছেলেকেই দলে টেনে নিল।ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফানকে দেখা যাবে গুজরাটের হয়ে বল হাতে তুলে নিতে।

সুরেশ রায়নার নেতৃত্বে গুজরাট এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে দু’টি ম্যাচে জয় পেয়েছে৷ আইপিএল টেবিলে তারা সাত নম্বরে রয়েছে৷ ইরফান অলরাউন্ডার হিসেবে খেলবেন।বড় ভাই ইউসুফ খেলছেন কলকাতা নাইট রাইডার্সের( কেকেআর)হয়ে।এই দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি।

ফর্ম হারিয়ে ধুকতে হয়েছে ইরফানকে। এক সময় তাকে ভাবা হয়েছিল ভারতের সবচেয়ে বড় অলরাউন্ডার হিসেবে। কিন্তু সময়ের স্রোতে তিনি এভাবে হারিয়ে যাবেন সেটা কে জানত? সাবেক ভারতীয় এই অলরাউন্ডার এখনও পর্যন্ত আইপিএলে ১০২ ম্যাচ খেলে ১১৩৭ করেছেন। উইকেট পেয়েছেন ৮০টি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!