• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধা উপ-নির্বাচন নিয়ে তোড়জোর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৮, ০২:২২ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধা উপ-নির্বাচন নিয়ে তোড়জোর

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ নির্বাচনী এলাকার নাসিরনগর আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেতে তৎপর অনেকেই। তবে উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেই আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন সেদিকে নজর সবার।

এরই মধ্যে রেজুয়ান আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মহাজোটের শরীক দল জাতীয় পার্টি। এদিকে, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেতে প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি শূন্য হয়। আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন হবে এই আসনে।

উপনির্বাচনে মনোনয়ন পেতে সক্রিয় আওয়ামী লীগের ৬ থেকে ৭ জন । তবে প্রয়াত নেতা ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরার নাম রয়েছে সবার আগে। অন্যান্য মনোনয়ন প্রার্থীরাও নিজেদের যোগ্যতা তুলে ধরছেন।  তবে উপ-নির্বাচন নিয়ে কোনও আগ্রহ নেই বিএনপির।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে খুন হলে আসনটি শুন্য হয়।

পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন গোলাম মোস্তফা। ওই বছরই ১৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হন এমপি গোলাম মোস্তফা। ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে আবারও শুন্য হয় সুন্দরগঞ্জ আসনটি।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!