• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডিবি পুলিশসহ আটক ২


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১২:৫৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডিবি পুলিশসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেহারী ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী মিয়া মো. মিঠু (৩৫) ও মো. শরীফুজ্জামান (৩২)। মিঠু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মৃত শাহ্জাহান মিয়ার ছেলে ও শরীফুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু কসবা উপজেলার চৌবেপুর গ্রামের হেলাল মিয়া, হিরণ মিয়া ও হান্নান ভূইয়ার বিরুদ্ধে মামলা আছে বলে তাদের কাছে মামলা থেকে নাম কাটার জন্য তিন লাখ টাকা দাবি করেন।

শনিবার বিকেলে মিঠু টাকা নিয়ে হেলালকে মেহারী ইউনিয়নের চৌমুহনী এলাকায় আসতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে হেলালসহ অন্যরা মিঠুকে আটক করে। পরে মিঠুর কথামতো ঘটনার মূল পরিকল্পনাকারী চৌবেপুর গ্রামের বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে শরীফুজ্জামানকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!