• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট নিয়ে সংঘর্ষ : আহত ৩০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ২৮, ২০১৬, ০৪:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভোট নিয়ে সংঘর্ষ : আহত  ৩০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভোট চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।জেলার দুটি ইউনিয়নে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী।

শনিবার (২৮ মে) বেলা ১১টার পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর কেন্দ্রে সংঘর্ষে জড়ায় দুই সদস্য প্রার্থীর সমর্থকরা। এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে সদর থানার ওসি মইনুর রহমান বলেন, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে অল্প কিছুক্ষণের জন্য ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  

এছাড়া সাদেকপুর ইউনিয়নের বিরামপুর কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষের পর বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত থাকে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর,বিজেশ্বর ও উলচাপাড়া কেন্দ্রে।এ সময় গণমাধ্যমের একটি গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনার পরপরই ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মশিউর রহমান সেলিম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।এছাড়া কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নে বিএনপির প্রাথী মো. নাজমুল হকও।

উল্লেখ্য, শনিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি এবং কসবা উপজেলার ৮টি ইউনিয়নে ভোট চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!