• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১


ময়মনসিংহ প্রতিনিধি জুলাই ১২, ২০১৬, ১০:১৩ এএম
ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।

সোমবার (১১ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাবিব। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গান্দিগাও গ্রামের গোলজার হোসেনের পুত্র। আহত সকলের বাড়ি শেরপুরের বিভিন্ন এলাকায়।

আহত যাত্রীরা জানান, ঢাকার টাউন সার্ভিসের বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে রিজার্ভ শেরপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকাগামী টাউন সার্ভিসের যাত্রীবাহী বাসটি রাত সোয়া ১১টার দিকে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড নামকস্থানে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে বানার নদীর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ত্রিশাল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে উদ্ধার অভিযানে নামে। এ সময় ২৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে হাবিব নামে একজন মারা যায়।

হাসপাতালে ভর্তিকৃত নিহত হাবিবের স্ত্রী আয়শা জানায়, ঢাকার বলাকা টাউন সার্ভিসের বাসটি ২৫/৩০ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল বলে জানায় আহত যাত্রীরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা জানান, আহতাবস্থায় ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তিকৃতদের মধ্যে একজন মারা গেছে। ভর্তিকৃতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!