• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ইইউ’র দেশগুলো’


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৯, ২০১৬, ১২:৫২ পিএম
‘ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ইইউ’র দেশগুলো’

আলাদা হওয়ার পরও যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইইউ নেতাদের সঙ্গে আলোচনার পর এ কথা জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৈঠকে জোট ছাড়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। তাতে লিসবন চুক্তি অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় জোট ছাড়ার তগিদ দেন, ইইউ নেতারা। ব্রিটেনের পার্লামেন্ট ভাবনের বাইরে আবারো বিক্ষোভ করেছে  ইইউর পক্ষের সমর্থকরা। 

এদিকে, নেতৃত্বের প্রশ্নে আস্থা ভোটে হেরে গেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!