• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রোঞ্জ জিতলেন শ্যামলী রায়


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৭, ০৮:২৭ পিএম
ব্রোঞ্জ জিতলেন শ্যামলী রায়

ঢাকা: এশিয়া কাপ-২০১৭ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচ্যারী টুর্নামেন্ট, স্টেজ-২ এ রিকার্ভ ডিভিশনে মহিলা এককে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের শ্যামলী রায়। শুক্রবার (২৪ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত খেলায় ফিলিপাইনের নিকোল ম্যারি ট্যাগলকে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই পদক জেতেন তিনি।

এদিন রিকার্ভ ডিভিশনে মিশ্র দলগতভাবে ইলিমিনেশন প্রথম রাউন্ডে বাংলাদেশ (মো: রুমান সানা ও শ্যামরী রায়) ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে জাপানকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল চাইনিজ তাইপে’র সাথে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়।

কম্পাউন্ড ডিভিশনে মিশ্র দলগতভাবে ইলিমিনেশন প্রথম রাউন্ডে বাংলাদেশ (মো: আবুল কাশেম মামুন ও  রোকসানা আক্তার) ১৫৬-১৪১ স্কোরের ব্যবধানে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়।

শনিবার (২৫ মার্চ) রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা দলগত ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ আরচ্যারী দল ২৫ মার্চ দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে থাইল্যান্ড থেকে রওয়ানা হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!