• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০১৬, ০৬:০৭ পিএম
ব্র্যাককে ৪০৪ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

পাওনা হিসেবে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা আয়কর সরকারকে পরিশোধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলে- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।

রায় ঘোষনার সময় ব্র্যাকের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর বলেন, ১১টি আপিল মঞ্জুর করে আপিল বিভাগ রায় দিয়েছেন। তবে টাকা পরিশোধ করার ক্ষেত্রে সময় নির্ধারণের বিষয়ে বলা হয়নি। পূর্ণাঙ্গ রায়ের পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ব্র্যাকের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কিছু অর্থ আপিল বিভাগে মামলা চলার সময় পরিশোধ করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৩-৯৪ থেকে ২০১১-১২ পর্যন্ত মোট ১১টি করবর্ষে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা কর আদায়ে দাবিনামা জারি করে ব্র্যাকের কাছে চিঠি পাঠান ঢাকার ডেপুটি কর কমিশনার। এর বিরুদ্ধে ব্র্যাক অ্যাপিলেট কমিশনারের কাছে আপিল করে। ট্যাক্স আপিল আদালত কর কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ব্র্যাক। এরপর সংস্থাটি হাইকোর্টে আয়কর রসিদ দাখিল করে। হাইকোর্ট শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর আয়কর কমিশনের ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা চাওয়ার বিষয়টি বাতিল করেন। পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!