• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড় ইনিংসের অপেক্ষায় সাব্বির


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৮, ২০১৭, ০৯:৪৪ এএম
বড় ইনিংসের অপেক্ষায় সাব্বির

ঢাকা : এক সময় তাকে সীমিত ওভারের জন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যান ভাবা হত। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে সাব্বির রহমান ক্রিকেটের তিন সংস্করণে সমান তালে খেলে যাচ্ছেন। তার সমস্যা হল, উইকেটে সেট হয়ে গিয়েও ইনিংসটাকে টানতে পারছেন না। অনেক সময় ফিফটির আগে আউট হয়ে যাচ্ছেন আবার অনেক সময় ফিফটির পরই ফিরে আসছেন।

যেটা পীড়া দিচ্ছে সাব্বিরকেও। অথচ তার লম্বা ইনিংস খেলারও সামর্থ্য রয়েছে। এবারের বিপিএলেই সাব্বির সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাহলে ওয়ানডেতে হবে না কেন? সাব্বিরও এ নিয়ে ভাবছেন। তিনিও চান বড় ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখতে। দ্বিতীয় ম্যাচের আগে সাব্বিরের মনে এক প্রকার জেদই চেপে গেছে বড় ইনিংস খেলার। তিনি বলেন,‘ বড় রান করতে হবে। অনেক দিন হয়ে গেল বড় ইনিংস হচ্ছে না। হয়ত পরের ম্যাচেই সেটা হয়ে যেতে পারে।’

নিজের ব্যাটিং নিয়ে ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরার সঙ্গে কাজ করছেন সাব্বির। কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও সাহায্য নিচ্ছেন। ব্যাটিং নিয়ে প্রচুর খাটছেন জানিয়ে সাব্বির বলেন,‘ ভুলগুলো নিয়ে কাজ করছি। আশা করছি, পরের ম্যাচে এই ভুল আর হবে না। ভালো শুরু করতে পারলে ফিনিশ করার চেষ্টা করব।’

সিরিজ জিততে হলে সবাইকে সেরাটাই নিংড়ে দিতে হবে,‘ আশা করি কালকেই (মঙ্গলবার) আমরা সিরিজ জিততে পারব। তার জন্য আমাদের তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে। সবাই নিজেদের সেরাটা দিতে তৈরি।’-বলেছেন সাব্বির।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!