• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় জয়ের দিনে মুশফিকের অনন্য কীর্তি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০১৮, ০৮:১১ পিএম
বড় জয়ের দিনে মুশফিকের অনন্য কীর্তি

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানের পরাজয়ের পর ফেরার মিশনে ব্যর্থ হাতুরুসিংহের শীর্ষরা। জয়ের দিনে দারুণ খেলেছেন তামিম-মুশফিক ও মাশরাফি। বাংলাদেশ দল পায় ১৬৩ রানের বিশাল জয়। একটু ক্লিয়ার করে বললে টাইগাররা ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের স্বাদ পায় এই ম্যাচে। লঙ্কানদের বিপক্ষে এটি টিম বাংলাদেশের ৬ষ্ঠতম জয়।    
 
ইতিহাসের সাক্ষী হওয়া ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন টাইগার ব্যাটসম্যানরা। অর্ধ শতকের দেখা পেয়েছেন তামিম, সাকিব ও মুশফিকুর রহীম। এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন জাতীয় দলের অপরিহার্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এই মাইলফলকের ম্যাচটি ব্যাট হাতেও স্মরণীয় করে রেখেছেন মুশফিক।

এদিন, ব্যাট হাতে ৫২ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। পরের বছর রঙিন পোশাকেও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ক্রিকেটে অভিষেকের পর থেকে চলতি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ পর্যন্ত মুশফিক খেলেছেন ১৮০টি ওয়ানডে, ৫৮টি টেস্ট এবং ৬১ টি-টোয়েন্টি। এদিকে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের এই তালিকায় মুশফিকের পরই আছেন শুক্রবারের ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করা সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৯৪টি ম্যাচ। শুক্রবারের ম্যাচসহ ২৮৭টি ম্যাচ খেলে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। চতুর্থ স্থানে থাকা মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৭৩টি ম্যাচ।

তাদের পরই পঞ্চম স্থানটি দখলে আছে মোহাম্মদ আশরাফুলের। এই তারকা ২৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচের শুরুতেই প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রান পূর্ণ করার কীর্তি গড়েন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

এদিকে, শাহরিয়ার নাফিসের সঙ্গে যৌথভাবে দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। তারপর,  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। বাদ যাননি সাব্বিরও। ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই হার্ড হিটারও। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!