• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড় দল হয়ে উঠছে বাংলাদেশ?


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৮, ০৯:১৭ পিএম
বড় দল হয়ে উঠছে বাংলাদেশ?

ফাইল ছবি

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি ম্যাচও হারতে চায় না বাংলাদেশ। এরই মধ্যে টানা তিন ম্যাচ জিতেছে মাশরাফির দল। ফাইনালের আগে বৃহস্পতিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচটি মাশরাফিদের কাছে মূল্য না থাকলেও শ্রীলঙ্কার নিকট যথেষ্টই গুরুত্ব রয়েছে। কারণ এখনও লঙ্কানদের ফাইনাল নিশ্চিত নয়। বড় ব্যবধানে হেরে গেলে বাংলাদেশের সঙ্গে ফাইনাল খেলবে জিম্বাবুয়ে।

তবে মাশরাফিরা শ্রীলঙ্কা ম্যাচটাকে হালকা মেজাজে নিচ্ছে না। দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদের কথা শুনে তাই মনে হয়েছে, ‘কালকের (২৫ জানুয়ারি) ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ম্যাচ। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে বড় স্কোরের রাস্তায় নিয়ে যায় সাকিব-তামিম। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক পর্যায়ে ২ উইকেটে ১৪৭ থেকে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৭০। তার মানে ২৩ রানে পড়েছে ৬ উইকেট। লেজের ব্যাটসম্যানদের সৌজন্যে ২১৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। বোলারদের কল্যাণে এই রানকেও জিম্বাবুয়ের সামনে পাহাড় সমান হয়ে ওঠে।

এ সাফল্যে মাহমুদ সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, ‘যেভাবে বোলাররা ভালো করছে, যেভাবে নিয়ন্ত্রিত বোলিং হচ্ছে, অনেক দিন হলোই আমরা নতুন বলে উইকেট পাচ্ছিলাম না। এই সিরিজে আমাদের শুরুটা ভালো হচ্ছে।’

ঘরের মাঠে বাংলাদেশ গত কয়েক বছর ধরেই নিয়মিত সাফল্য পাচ্ছে। কিন্তু বিদেশের মাটিতে সেটি অনিয়মিত। মাহমুদ বলছেন, বাংলাদেশের বড় দল হয়ে উঠতে বেশ কিছু বৈশিষ্ট্য অনুপস্থিত,‘ বড় দল হতে গেলে আরও অনেক কিছু লাগবে। আমরা এটা নিয়ে আলোচনাও করি। সামনে আরও ভালো করতে চাই। কাল যেমন সুযোগ ছিল মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো এটাই করে। টপ অর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলেই আমরা বড় দল হব।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!