• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বড় পরিকল্পনা করে এগোচ্ছেন সৌম্য


ক্রীড়া প্রতিবেদক মে ২৪, ২০১৮, ০৮:৩৪ পিএম
বড় পরিকল্পনা করে এগোচ্ছেন সৌম্য

ফাইল ছবি

ঢাকা: দারুন প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল সৌম্য সরকারের। কিন্তু ধারাবাহিকতার অভাবে জাতীয় দলে জায়গাটা পাকা করতে পারেননি। কিছুদিন আগে গ্যারি কারস্টেন এসে যে কয়েকজনের সঙ্গে একান্তে কথা বলেছেন এর মধ্যে ছিলেন সৌম্য। বোঝাই যাচ্ছে, সৌম্যর গুরুত্ব কতটা।

কিন্তু কেন তিনি ধারাবাহিক হতে পারছেন না এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মিরপুরে ধারাবাহিক না হওয়ার ব্যাখ্যা দিয়ে সৌম্য জানালেন,‘সবাই চায় ভালো করতে। কিন্তু প্রতিদিনই তো ভালো করা যায় না। প্রতিদিন ভালো করলে চাওয়া-পাওয়ার আগ্রহটা কমে যায়। যেহেতু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এখান থেকে কতটা কঠোর পরিশ্রম করে দ্রুত বেরিয়ে আসতে পারি, ওটাই চিন্তা করছি। ভালো খেলারই চেষ্টা করি। যারা প্রশ্ন তোলেন, ভালো খেললে তাঁরাই তখন উল্টোটা বলবেন।’

সমালোচকদের কথা একেবারেই কানে তুলতে চান না সৌম্য। বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচ ভালো করিনি। নিজের কাছে তাগিদ থাকে ভালো করার। তারপর মানুষের কথা শুনলে মনে হয় আসলেই খারাপ খেলছি। যত কথা শুনি ততই মনে পড়ে যায়। চেষ্টা করি এসব না শুনে অনুশীলনে আরও বেশি মনোযোগ দিতে।’

আফগানিস্তান সিরিজকে সামনে বড় পরিকল্পনাই আঁটছেন সৌম্য। সেটা এদিন অকপটেই বলে দিলেন,‘ সব সময়ই একটা পরিকল্পনা থাকে। যদি ছোট পরিকল্পনা করি, তাহলে সফল হওয়ার সুযোগ কম। অবশ্যই বড় পরিকল্পনা থাকে। ওটাই সফল করার চেষ্টা করি। যখন পারি, নিজের কাছেই অনেক ভালো লাগে যে লক্ষ্যটা পূরণ হয়েছে।’

আফগানদের বিপক্ষে সৌম্য কেমন করবে সেটা সময়ই বলবে। তাঁর আগে কারস্টেনের সঙ্গে কী কথা হলো? সৌম্য বললেন,‘আমার মতামত জানতে চেয়েছিল আর কী। কীভাবে খেলতে পছন্দ করি, কোন জায়গায় খেলি, কী করি না করি, এসব জানতে চেয়েছেন।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!