• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক দুদকে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৮, ০২:৪৩ পিএম
বড়পুকুরিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক দুদকে

ঢাকা: বড়পুকুরিয়া কয়লা লোপাটের ঘটনা তদন্তে সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খুরশিদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছেন, দুদকের তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিচালক শামসুল আলম।

এছাড়া আজ জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান, প্রকৌশলী কামরুজ্জামান ও প্রাক্তন মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে। ১৯৯৮ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বিসিএমসিএল মোট ৯ জন এমডি দায়িত্ব পালন করেন।

এদের মধ্যে সাবেক ৫ ব্যবস্থাপনা পরিচালকসহসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এছাড়া মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় দুদক।

জালিয়াতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন কয়লা খোলা বাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্ত চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!