• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বড়হাটের অপারেশন জটিল, শনিবার পর্যন্ত স্থগিত


মৌলভীবাজার প্রতিনিধি মার্চ ৩১, ২০১৭, ০৭:৪৮ পিএম
বড়হাটের অপারেশন জটিল, শনিবার পর্যন্ত স্থগিত

মৌলভীবাজার: মৌলভীবাজারে বড়হাট জঙ্গি আস্তানার অভিযান জটিল হওয়ায় শনিবার সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘অভিযান চলমান আছে। তবে আজ  অন্ধকার হয়ে যাওয়ায় আগামীকাল সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।’

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন যে, অভিযানটি সকাল থেকে চলমান ছিল। অন্ধকার হয়ে যাওয়ায় একটু আগে আজকের মতো স্থগিত করা হয়েছে। অভিযান আগামীকাল সকালে শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা এখান থেকে শুনেছেন যে, জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের সোয়াত দলটি যখনই ভেতরে ঢোকার চেষ্টা করেছে, তখনই জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে তাদের কাছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও  কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।’

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর

Wordbridge School
Link copied!