• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়াইগ্রামে উন্নয়ন মেলার প্রথম দিনেই উপচেপড়া ভিড়


নাটোর প্রতিনিধি জানুয়ারি ১১, ২০১৮, ০৪:৪২ পিএম
বড়াইগ্রামে উন্নয়ন মেলার প্রথম দিনেই উপচেপড়া ভিড়

নাটোর : জেলার বড়াইগ্রামের বনপাড়াস্থ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বর্ণিল আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। মেলার প্রথম দিনেই দেখা গেছে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, থানার অফিসার ইনচার্জ  মো. শাহরিয়ার খাঁন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৮টি স্টল এতে অংশ নিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!