• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়াইগ্রামে ট্রাংকলরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু


নাটোর প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০১৭, ০৬:০৫ পিএম
বড়াইগ্রামে ট্রাংকলরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোর : জেলার বড়াইগ্রামে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ট্রাংকলরির চাপায় আকাশ আহম্মেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আকাশ আহম্মেদ উপজেলার নগর ইউনিয়নের দারিখৈর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ও বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে আকাশ বনপাড়া যাওয়ার জন্য কয়েন বাজারে অবস্থান করছিল। এ সময় একটি ট্রাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী ঘাতক ট্রাংকলরিটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে আকাশের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!