• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবন ভাঙতে গিয়ে শ্রমিক নিহত, কাউন্সিলরসহ আহত ২


সিলেট প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০১৭, ০৫:০৩ পিএম
ভবন ভাঙতে গিয়ে শ্রমিক নিহত, কাউন্সিলরসহ আহত ২

সিলেট নগরীর হাওয়ায় পাড়া এলাকার দুটি বাসার বিরোধপূর্ণ অংশ ভাঙতে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় স্থানীয় কাউন্সিলরসহ ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক সিলেটের দক্ষিণ সুরমার সিলাম গ্রামের মো. শাহাব উদ্দিন (২৫)।  ঘটনায় আহতরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ও এলাকার মুরব্বী রুমান আহমদ। এদের মধ্যে রুমান আহমদের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়াপাড়া দিশারী আবাসিক এলাকার ৭৬/১নং বাসার মালিক মো. মনোয়ার হোসেনের পরিবার ও তাদের বিপরীত দিকের মরহুম মুসলীম আলীর পরিবারের মধ্যে বাসার বর্ধিত অংশ নিয়ে বিরোধ চলছিল। বিরোধপুর্ণ এই অংশটিতে দুটি ভিমের উপর খাড়া ছাদ ছিল।

মঙ্গলবার ওই অংশটি ভাঙতে মনোয়ার হোসেন শ্রমিক শাহাব উদ্দিনকে নিয়োগ করেন। শাহাব উদ্দিন কাজ শুরু করতে না করতেই দুর্বল ভিতের উপর দাঁড়ানো ছাদের ওই অংশটুকু ধসে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাব উদ্দিন ও রুমান আহমদ। এ সময় আহত হন কাউন্সিলর জাবেদও। ‘তাৎক্ষণিক আহতদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার শাহাব উদ্দিন মৃত ঘোষণা করেন।

রুমান আহমদ এখনো চিকিৎসাধীন রয়েছেন তবে কাউন্সিলর জাবেদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!