• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভর্ৎসনার পর ফিরিয়ে দিলেন সোনার কোটপিন


জেলা প্রতিনিধি জানুয়ারি ৮, ২০১৭, ১০:৫৩ পিএম
ভর্ৎসনার পর ফিরিয়ে দিলেন সোনার কোটপিন

মাদারীপুর: বিভিন্ন সভা সমাবেশে বলে আসছিলেন কোনো উপহার কিংবা ফুল নেবেন না। অন্য কেউ তাকে এভাবে অভিনন্দিত করুক সেটাও চাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই কথার বাস্তব প্রমাণ পাওয়া গেল আবারো।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় পদ্মা সেতুর সংযাগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে।

শিবচরের মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর উপহার হিসেবে দেয়া একটি সোনার কোট পিন ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, চেয়ারম্যানকে এজন্য ভর্ৎসনাও করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পরই মাদবরেরচর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী মঞ্চে উঠেন। তিনি সোনার তৈরি নৌকাকৃতির একটি কোট পিন হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে তা ওবায়দুল কাদেরের কোটে লাগিয়ে দিতে যান।

এসময় রেগে যান মন্ত্রী। চেয়ারম্যান সুলতানকে ভর্ৎসনা করে, ‘না..না..আমি সোনার নৌকা নেব না।’ ইউপি চেয়ারম্যান এরপরেও নৌকাটি নেয়ার অনুরোধ করলে মন্ত্রী রাগত স্বরে বলেন, ‘এসব তোমরা আনো কেন? এসব সোনা-টোনা আনবা না। তোমরা এসব নিয়ে আসো কেন?’

পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!