• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভাইজান’-এর অপেক্ষায় দর্শক


এন ডি আকাশ জুলাই ২২, ২০১৮, ১১:৩০ এএম
‘ভাইজান’-এর অপেক্ষায় দর্শক

‘ভাইজান এলো রে’ সিনেমায় শাকিব খান শ্রাবন্তী

ঢাকা: এবার ভাইজানের অপেক্ষায় রয়েছেন ঢালিউড সিনেমার দর্শক।  আর সেই অপেক্ষার পালা শেষ হয়ে ২৭ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা‘ভাইজান এলো রে’। এর আগে ঈদে কলকাতা মাতিয়েছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’। সাফটা চুক্তিতে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি।

বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ‘ভাইজান’। তিনি জানিয়েছেন মুক্তির সব বিষয় চূড়ান্ত  ২৭ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

‘ভাইজান এলো রে’ কলকাতার ছবি হলেও এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। বিভিন্ন সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ থেকে ভাইজান এলো রে ছবিটি ভালো ব্যবসা করেছে।

শুধু তাই নয়, ছবিটি মুক্তির পর ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক ‘ভাইজান এলো রে’ ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে নিজেই টুইট করেছিলেন। সেখানে কলকাতার শক্তিমান এই অভিনেতা শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিং এও তার জুড়ি নেই। আমি তার ভাইজান এলো রে ছবি এবং আগামীর জন্য সফলতা কামনা করছি।’

শাকিব খান ছাড়াও বাংলাদেশ থেকে ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। এছাড়াও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!