• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙছে ২০ দলীয় জোট


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৮, ০১:২৮ পিএম
ভাঙছে ২০ দলীয় জোট

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ ন্যাপ (নিবন্ধিত) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি জানান, বিকেল তিনটার দিকে রাজধানীর গুলশানের হোটেল ইম্যানুয়েল-এর ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সোমবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে তারা জোট থেকে বেরিয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটে থেকে লাভ কি?

জানা গেছে, সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!