• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাবতে পারি নাই মিজু এতো তাড়াতাড়ি মরে যাবে: টেলিসামাদ


বিনোদন প্রতিবেদক মার্চ ২৮, ২০১৭, ০৭:২৪ পিএম
ভাবতে পারি নাই মিজু এতো তাড়াতাড়ি মরে যাবে: টেলিসামাদ

বাংলা চলচ্চিত্রের অন্যতম খলনায়ক ছিলেন মিজু আহমেদ। হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শ্যুটিংয়ে যাওয়ার পথে গত সোমবার রাতে ট্রেনেই মৃত্যুবরণ করেন। তার জানাজা সম্পন্ন হয়েছে তার চিরচেনা ও ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটানো জায়গা এফডিসিতে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এফডিসির প্রযোজক সমিতির সামনের খোলা ময়দানে নামাজে জানাজা পড়ান এফডিসির পেশ ইমাম। আর সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সহকর্মী তারকা অভিনেতা অভিনেত্রীরা। তাকে নিয়ে শোক ও কিছুটা স্মৃতিকাতর বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা টেলিসামাদ। সোনালীনিউজের কাছে দেয়া মিজু আহমেদকে নিয়ে এই অভিনেতার বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো: 

খলনায়ক ছিলেন মিজু আহমেদ। খলনায়ক মানেই আমাদের দেশের সাধারণ পাব্লিক বুঝে নেয় যে, এই মানুষটি বাস্তবেও খারাপ। কিন্তু আসলে মিজু আহমেদ ছিলো অসাধারণ মানুষ। অবশ্য মানুষ তাকে খারাপ বলার মানেই হইলো সে অভিনয়ে সাকসেস। তার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। আমি যখন স্টেজে স্টেজে ফাংশান করতাম তখন থেকেই। একবার কুষ্টিয়া গেলাম ফাংশান করতে, তখনই মিজু আহমেদের সঙ্গে দেখা। সে এসে আমাকে বললো, আচ্ছা টেলি ভাই আমিতো এখানে নাটকে অভিনয় টভিনয় করি। আমাকে কি সিনেমায় অভিনয় করতে দিবে?

তখন আমি বললাম, অবশ্যই দিবে। তুইতো ভালো অভিনয় করিস। একদিন না একদিন তো তুই যাবিই! তো আজকে সেই কথা সত্যি হইছে যে, মিজু আহমেদ নামের সাথে পরবর্তীতে দাপটের সাথে বাংলা সিনেমায় অভিনয় করে গেছে। কিন্তু আমি ভাবতে পারি নাই, মিজু আহমেদ এতো তাড়াতাড়ি মরে যাবে। আমিও মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম। সে সময় তার সাথে একদিন কথা বলছিলাম। সে আমাকে বললো, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। আজকে মিজু আহমেদ আমাদের মাঝে নেই। আর আসবে না। কিন্তু তাই বলে এতো তাড়াতাড়ি চলে যাবে একটা মানুষ!

কালকে দিনাজপুরে যাওয়ার পথে ট্রেনেই হার্ট অ্যাটাক করে মারা গেল, এটা বড়ই দুঃখের বিষয়। করুণ বিষয়। আজকে ওর স্ত্রী-পুত্র কেমনে থাকবে, ওরা কেমনে বাঁচবে! দোয়া করি ওরা সবাই সুন্দরভাবে ভালোভাবে বাঁচুক। আর মিজু আহমেদের আত্মার জন্য মাগফেরাত কামনা করি। এই মিজু আহমেদকে নিয়ে আমি বাংলাদেশের অনেক জায়গায় শো করেছি, ফাংশান করেছি। আমি গাইতাম গান, আর মিজু ভিলেনের চরিত্রে ডায়ালগ বলতো। এই করতো, সেই করতো। পাব্লিক খুব হাত তালি দিতো। এই আহমদ শরীফও আমার সাথে অনেক শো করেছে। আমরা সবাই একসঙ্গে গেছি। আজকে মিজু আহমেদ সবাইকে রেখে একা চলে গেল! ওর জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওর যদি কোনো গোনাহ থাকে, মনে হয় না গোনাহ করেছে। তারপরও যদি কোনো গোনাহ থেকে থাকে, দোয়া করি আল্লাহ যেনো সবকিছু মাফ করে দেন। তাকে বেহেশত নসিব করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল 

Wordbridge School
Link copied!