• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত জয় করে আফগান-দুঃখ ভুলতে চান মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৮, ১২:৩৯ পিএম
ভারত জয় করে আফগান-দুঃখ ভুলতে চান মাশরাফি

ঢাকা: এশিয়া কাপের গ্রুপপর্ব জমেনি। বি-গ্রুপে শ্রীলঙ্কা পর পর দুই ম্যাচ হেরে সবার আগে বিদায় নিয়েছে। এ-গ্রুপে হংকং একটু ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল এই যা। সুপার ফোরে উঠতে কোনও দলকে নিজেদের দ্বিতীয় ম্যাচ অবধি অপেক্ষা করতে হয়নি।

শুক্রবার থেকে শুরু হচ্ছে সুপার ফোরের ম্যাচগুলো। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

শক্তির বিচারে সবদিক থেকে বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে ভারত। মাশরাফিরা শ্রীলঙ্কার বিপক্ষে দারুন এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু আফগানদের কাছে বৃহস্পতিবার রাতে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে। বোলিং শুরুটা ভালো হলেও শেষের দিকে সেটি ধরে রাখা যায়নি। আর ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই। তরুণদের মধ্যে কেউ দাঁড়াতেই পারেনি। এটা বড় দূর্ভাবনার কারণ বাংলাদেশের জন্য।

তারওপর ১২ ঘন্টা যেতে না যেতেই আরেকটি ম্যাচে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশকে। এত দ্রুত আরেকটি বড় লড়াইয়ে মনোনিবেশ করাটা কঠিনই বৈকি। তবে মাশরাফির চাওয়া পরিস্কার, তিনি আফগান ব্যর্থতা আবুধাবিতেই রাখতে চান।

দুবাইয়ে খোলা মন নিয়ে খেলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক,‘যেটা হয়ে গেছে, সেটা নিয়ে সামনে এগোতে গেলে কাজটা কঠিন। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কালকে (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। আজকে মোমেন্টাম রাখতে পারলে ভালো হতো। এখন যেটা হয়ে গেছে, সেটা নিয়ে না ভেবে কালকের (শুক্রবার) ম্যাচ নিয়ে ভাবতে হবে। খুব কম সময় আছে। রিকভারি যতটুকু করা যায় সেটি করে, ইতিবাচকভাবে ভারতের বিপক্ষে নামতে হবে।’

শ্রীলঙ্কাকে সব বিভাগেই পরাস্ত করে জিতেছিল বাংলাদেশ। ঠিক উল্টোটাই ঘটেছে আফগানিস্তানের বিপক্ষে। তবে এই হারে নিজেদের খোলসবন্দি করে রাখছেন না মাশরাফি,‘টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে। এটা নিয়ে বেশি কথা বললে ওরা মানসিকভাবে দুর্বল থাকবে। আশা করি আমরা দ্রুত রিকভারি করে ভালো কিছু করতে পারব। আফগানিস্তানের বিপক্ষে পারফরম্যান্স হতাশাজনক ছিল। ভারত আরও পেশাদার দল। ছোটখাটো ভুল করলে আরও বড় খেসারত দিতে হবে। যে ভুলগুলো করেছি, সেটা করা যাবে না।’

এশিয়া কাপের ১০ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। ভারত গ্রুপে টানা দুটি ম্যাচ জিতেছে। বাংলাদেশ একটি। ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশ পিছিয়েই থাকছে। মাশরাফি মনে করেন, এটাকে বড় করে দেখার কিছু নেই,‘ ব্যাকফুটে থাকার মতো কারণ নেই।

যদি কালকে (শুক্রবার) হেরেও যাই, এরপরও আমাদের সামনে সুযোগ থাকবে পরের দুই ম্যাচ জিতলে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে হবে। বিশ্বের এক নম্বর দল ওরা। আমাদের থেকে এগিয়েই আছে। তবে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তাহলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আশা করি।’

বিশ্রাম শেষে ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই ফিরছেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। তাদের ওপর ভরসা রেখে জুনিয়রদের পারফর্ম করতে ফের তাগিদ দিলেন মাশরাফি,‘মুশফিকের বিশ্রামটা খুব জরুরি ছিল। ও ফিরবে। আশা করি, আবারও ভালো খেলবে। মোস্তাফিজ ফিরবে। আর সঙ্গে জুনিয়ররাও একটু এগিয়ে আসলে আশা করি ভালো কিছুই হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!