• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত ডাকলেও আইপিএলে খেলতেন না আফ্রিদি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০১৮, ০৫:৩৫ পিএম
ভারত ডাকলেও আইপিএলে খেলতেন না আফ্রিদি

ফাইল ফটো

ঢাকা: কাশ্মীর সমস্যা নিয়ে টুইট করে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন শহীদ আফ্রিদি। ভারতের সাবেক থেকে বর্তমান সবাই আফ্রিদিকে ধুয়ে দিয়েছেন। মোহাম্মদ কাইফের টুইটটি ছিল এরকম,‘ পাকিস্তানের খেলোয়াররা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এ ধরণের কথা বলতেন—এটা আমি ভাবতেও পারি না।’

কাইফের এই কথার জবাবে আফ্রিদি জানিয়েছেন, আইপিএলে ডাকা হলে তিনি খেলতেন না।

কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সৈন্য ও ১৩ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এর প্রতিবাদে টুইট করেন আফ্রিদি। তিনি লেখেন,‘ ভারতের দখল করা কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ এবং উদ্বেগজনক। স্বাধীনতা নিয়ে কথা বলায় প্রাণ হারাতে হচ্ছে নিরীহ মানুষদের। অবাক হচ্ছি, জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কোথায়? এই রক্তপাত বন্ধে তারা কি কিছুই করবে না?’

আফ্রিদির এই টুইটের পর গায়ে জ্বালা ধরে যায় ভারতীয় ক্রিকেটারদের। তারাও পাল্টা টুইট করে সাবেক পাকিস্তান অধিনায়কের কথার জবাব দিতে থাকেন। এই তালিকায় ঢুকে যান মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারও। তিনি আফ্রিদিকে উদ্দেশ্য করে লেখেন,‘ বাইরের কারও জানা কিংবা বলার দরকার নেই কী করা উচিত।’
সুরেশ রায়নার টুইট, ‘আশা করি, আফ্রিদি ভাই পাকিস্তানের সামরিক বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস ও যুদ্ধ থামানোর অনুরোধ করবেন।’

আফ্রিদি চুপ করে বসে থাকার পাত্র নন। পাক প্যাশন ডটনেটকে তিনি বলেছেন,‘ ওরা আমাকে ডাকলেও খেলতাম না। আমার কাছে পিএসএলই (পাকিস্তান সুপার লিগ) বড় এবং এমন একটা সময় আসবে, যখন তা আইপিএলকেও ছাড়িয়ে যাবে। পিএসএল উপভোগ করছি। আইপিএলে খেলার দরকার নেই। এটা নিয়ে আগ্রহ নেই, কখনও ছিল না।’

ক্রিকেটার না হলে আফ্রিদি সামরিক বাহিনীতে যোগ দিতেন এদিন সেটাও বলেছেন। তাঁর ভাষায়, ‘ক্রিকেটার না হলে সামরিক বাহিনীতে যোগ দিতাম। আমার টুইটে প্রতিক্রিয়া দেখানো নিয়ে মোটেও ভাবছি না। এটা বিশ্বাস করি যে সত্য বলেছি এবং সত্য বলার অধিকার আমার আছে। আমি আমার দেশের একজন সৈনিক। আমার দেশই আমার সম্মান, পাকিস্তান আমার কাছে সবকিছু।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!