• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ, চুক্তি প্রকাশের দাবি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০১৭, ১০:২৭ এএম
ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ, চুক্তি প্রকাশের দাবি

ঢাকা : প্রধানমন্ত্রীর ভারত সফরসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ‘কিছুই পায়নি’ বলে মনে করছে বিএনপি। সোমবার রাতে (১০ এপ্রিল) দলের স্থায়ী কমিটির বৈঠকে শীর্ষ নেতারা বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি তারা বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে সরকার ভারতের সঙ্গে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বার করেছে। এসব চুক্তি ও এমওইউ জাতির সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, বৈঠকে শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফরের সার্বিক বিষয় নিয়ে খালেদা জিয়াকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দেন।

বৈঠক শেষে এক নেতা জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জনগণের মতো বিএনপিও হতাশ ও ক্ষুব্ধ। বিএনপি মনে করে, ভারত যা চেয়েছে, নতজানু সরকার তার সবই দিয়েছে। বিনিময়ে আমরা কিছুই পাইনি। তিস্তা চুক্তি হয়নি, বাণিজ্য ঘাটতি, সীমান্তে হত্যা নিয়ে কোনো আশার বাণী নেই।

জানা গেছে, বিএনপি মহাসচিব আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে পারেন।

গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সোমবার শেখ হাসিনা দেশে ফেরার কয়েক ঘণ্টা পর এই বৈঠক হয় বিএনপি। এই সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়, এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও রয়েছে।

খালেদা জিয়া ইতোপূর্বে বলেছেন, শেখ হাসিনা আরও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে চুক্তি করে এসেছেন।

তার এই কথাকে অর্বাচীনের উক্তি বলেছেন শেখ হাসিনা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!