• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতকে হারাতে উজ্জীবিত বাংলাদেশের চাই ১৭৭ রান


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৪, ২০১৮, ০৯:১৫ পিএম
ভারতকে হারাতে উজ্জীবিত বাংলাদেশের চাই ১৭৭ রান

ফাইল ছবি

ঢাকা: নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরে ব্যাট করে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে অবিস্বরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ। জয়ের সেই ধারা অব্যাহত রাখতে ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ছুঁতে হবে টাইগারদের। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া

বুধবার (১৪ মার্চ) নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচেও টস জিতে ভারতের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লাল সবুজের দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ভারতের বিপক্ষে ফিল্ডিং করতে নামে উজ্জীবিত বাংলাদেশ দল। ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কিছুতেই সাফল্য পাচ্ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৯তম ওভার গড়িয়ে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। দুই ওপেনার তুলে ফেলে ছিলেন ৭০ রান।

অবশেষে টাইগারদের সাফল্য এনে দেন পেসার রুবেল হোসেন। অবশেষে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। দশম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন শিখর ধাওয়ানের। বিদায়ের আগে ২৭ বলে ৩৫ রান করেন তিনি।

শিখর ধাওয়ান আউট হলেও আরেক প্রান্তে সংযোমী ব্যাটিং করে উইকেট ধরে রাখেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে ১০২ রানের জুটি গড়েন ভারতীয় অধিনায়ক। শেষ ওভারের প্রথম বলে রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ৩০ বলে ৪৭ রান করেন রায়না। আর ইনিংসের একদম শেষ বলে রোহিতকে রানআউট করেন সেই রুবেলই। তার আগে ৬১ বলে ৮৯ রান করেন রোহিত শর্মা।

আজ একটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। তাসকিন আহমেদের বদলে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। আগের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ৩ ওভারে ৪০ রান দিয়েছিলেন এই গতি তারকা। সেই বিবেচনায় এই পরিবর্তন। একটি পরিবর্তন ভারতের একাদশেও। জয়দেব উনাদকতের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

রোহিত শর্মার ভারতের কাছে হেরে নিদাহাস ট্রফিতে যাত্রা শুরু করলেও পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্বরণীয় জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। দুর্দান্ত এই জয় নিদাহাস ট্রফির ফাইনালে খেলার রাস্তা দেখিয়ে দেয় বাংলাদেশকে। তবে সিরিজে এখন পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়ে ২টি জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৩ ম্যাচ খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কাও। ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে লঙ্কানরা। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,  আবু হায়হার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!