• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গাজী মন্ডলের যাবজ্জীবন


মেহেরপুর প্রতিনিধি জুলাই ২৬, ২০১৭, ০৬:২৯ পিএম
ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গাজী মন্ডলের যাবজ্জীবন

ঢাকা: ভারতীয় নাগরিক ও অস্ত্র ব্যবসায়ী গাজি মন্ডলকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আগ্নেয়াস্ত্র-গুলি চোরাচালান মামলায় তাকে দোষী সাব্যস্ত করে বুধবার (২৬ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান এ রায় দেন। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গাজি মন্ডল ভারতের নদীয়ার মুরুঠিয়া থানার গান্ধিনা গ্রামের মৃত জহিরুদ্দীন মন্ডলের ছেলে।

২০১৫ সালের ৯ মে গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম কাজিপুর থেকে ২টি পিস্তল, ১টি ওয়ানশ্যূটারগান, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছিল র‌্যাব-৬ গাংনী ক্যাম্প।

মেহেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. পল্লব ভট্টাচার্য জানান, র‌্যাবের দায়ের করা মামলায় হাজতে ছিলেন গাজি মন্ডল। ২০১৫ সালের ১৮ জুন গাংনী থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দেন।

সোনলীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!