• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় দলের অনুশীলনে শচীন-পুত্র


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৭, ০১:১৪ এএম
ভারতীয় দলের অনুশীলনে শচীন-পুত্র

ঢাকা: শচীন টেন্ডুলকার ক্রিকেটকে বিদায় বলেছেন চার বছর আগে। তারপরও ভারতীয় দলের নেটে টেন্ডুলকার আছেন! তবে সিনিয়র নয়, জুনিয়র টেন্ডুলকার। রোববার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।

মুম্বাইয়ে ময়দানী লড়াইয়ের আগে শুক্রবার অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানে নেটে শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকারকে বল হাতে দৌড়াতে দেখা গেছে। ভারতীয় ব্যাটসম্যানদের সে বল করেছে। এর আগে দেশের বাইরেও ভারতীয় দলের অনুশীলনে অর্জুন বল করেছিল। 

গত জুনে মহিলা বিশ্বকাপ ফাইনালের আগে লর্ডসে ভারতীয় দলের অনুশীলনেও বল হাতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলনেও দেখা গিয়েছিল অর্জুনকে। নেটে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো বোল্ড হয়েছিলেন অর্জুনের ইয়র্কারে।

সম্প্রতি মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন ১৮ বছরের অর্জুন। বাঁ-হাতি পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও মন্দ করেন না কিংবদন্তি ব্যাটসম্যানের পুত্র। মুম্বাইয়ে রঞ্জি দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি টিম ইন্ডিয়ার নেটেও বোলিং করলেন অর্জুন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!