• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় স্পিনারদের সামনে ধুঁকছে শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৭, ০৬:০১ পিএম
ভারতীয় স্পিনারদের সামনে ধুঁকছে শ্রীলঙ্কা

ঢাকা: তিন টেস্টের সিরিজে শ্রীলঙ্কা ভারতের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের লজ্জা পোহাতে হয়েছে। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সামনে সুযোগ রয়েছে ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর। সেই লক্ষ্যে ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে নেমে পড়েছে শ্রীলঙ্কা।

টস জিতে প্রতিপক্ষ অধিনায়ক উপুল থারাঙ্গাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এ প্রতিবেদন লেখার সময় ভারতীয় স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে লঙ্কানদের। ৩৫.৫ ওভারে ১৭৮ রান তুলতেই তাদের হারাতে হয়েছে ৭ উইকেট।

ফিফটির দেখা পেয়েছেন ওপেনার নিরোশান ডিকওয়েলা। তিনি ৭৪ বলে আট চারের সাহায্যে ৬৪ রান করেছেন। পাশাপাশি কুশল মেন্ডিস ৩৬ ও গুনাথিলাকা ৩৫ রান করেছেন। কেদার যাদব ও অক্ষর প্যাটেল নিয়েছেন ২টি করে উইকেট।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!