• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে আদালত প্রাঙ্গণে আসামিকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ১০:০৯ পিএম
ভারতে আদালত প্রাঙ্গণে আসামিকে গুলি করে হত্যা

ভারতীয় আদালতে সতর্ক পুলিশ

ঢাকা: মামলার হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময়ে আদালত প্রাঙ্গনে পুলিশের সামনেই রাজেশ নামের এক আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। অবশ্য পুলিশ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লির উত্তরপশ্চিমের শহর রোহিনি আদালত প্রাঙ্গণে এ ঘটনা সংঘটিত হয়।

পুলিশ ভ্যান থেকে নামার সময়ে মটরসাইকেলে ওতঁ পেতে থাকা দুই জন রাজেশকে গুলি করে। তাদের কাছে দেশিয় পিস্তল ছিল। হত্যাকাণ্ডে অংশনেয়াদের মধ্যে মোহিত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোহিনির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ঋষি পাল সাংবাদিকদের বলেন, মামলার শুনানির জন্য কুখ্যাত অপরাধী রাজেশকে রোহিনির আদালতে নেয়া হচ্ছিল। আদালত প্রাঙ্গণেই মোহিত নামে এক ব্যক্তি তাকে গুলি চালিয়ে হত্যা করে। হত্যা মামলার আসামি রাজেশকে শুনানির জন্য হরিয়ানা পুলিশের একটি দল আদালতে নিয়ে আসছিল।’

পুলিশ মোহিতকে গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ঋষি। তবে, কী কারণে সে গুলি চালিয়েছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজেশকে হত্যা করার জন্য আগে থেকেই দাঁড়িয়ে ছিল তারা বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে পুলিশ।

২০১৬ সালের ডিসেম্বরে হরিয়ানার ঝাজর জেলার বাসিন্দা রাজেশকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!