• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে ‘গোলমেশিন’ সাবিনার দাপট চলছেই


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৮, ০৫:৫৪ পিএম
ভারতে ‘গোলমেশিন’ সাবিনার দাপট চলছেই

ঢাকা: ভারতের মহিলা লিগে নিজের দাপট অব্যাহত রেখেছেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি টানা চার ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছন।

শুক্রবার (৬ এপ্রিল) শিলংয়ে নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনার জোড়া গোলে ইন্দিরা গান্ধী অ্যাকাডেমিকে ৩-১ গোলে হারিয়েছে সাবিনার দল সেথু এফসি।

সাবিনা খেলার ৭৫ ও ৮১ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। তিনি আগের চার ম্যাচে করেছিলেন চার গোল। এই জয়ে সাবিনার দল  সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সেথু।

প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। ২৭ মিনিটে সেথুর অধিনায়ক ইন্দুমাথি গোল করে দলকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে সমতা আনেন ইন্দিরাগান্ধী অ্যাকাডেমির প্রদীপা। ৭৫ মিনিটে সাবিনার গোলে ২-১ এ এগিয়ে যায় সেথু। এরপর খেলার ৮১ মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন সাবিনা।

ভারতে এই লিগে পাঁচ ম্যাচে ‘গোলমেশিন’ সাবিনার মোট গোল ৬টি।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!