• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২০, ২০১৭, ১০:৩৯ এএম
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩

ঢাকা: ভারতের মুজাফ্ফরনগরের খতৌলীতে ট্রেনের বগি ছিঁটকে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩জন মারা গেছেন। তবে স্থানীয়দের তথ্য মতে মৃতের সংখ্যা ৪০। আহত অন্তত ৪০ জন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চালক গাফিলতি, আর নাশকতার কারণেই এই দুর্ঘটনা ঘঠেছে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৪০-এ লাইনচ্যুত হয় ট্রেনটি। কামরাগুলি একে অপরের উপরে উঠে যায়। একটি কামরা ছিটকে গিয়ে পড়ে লাইনের পাশে থাকা বাড়ির উপরে। দুর্ঘটনার আধ ঘণ্টার মধ্যে অন্ধকার নেমে আসায় উদ্ধারের কাজে সমস্যা হয়। 

রাতে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি আনন্দ কুমার জানান, আচমকা ব্রেক কষাতেই এই দুর্ঘটনা। সন্ধ্যা পর্যন্ত ১০ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরো যাত্রী আটকে রয়েছেন বলে আশঙ্কা রেলকর্তাদের।

কেন্দ্রের নির্দেশে রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫০জন জওয়ান ঘটনাস্থলে যাচ্ছেন। যাচ্ছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিন্‌হা। রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটারে জানান, তিনি পরিস্থিতির উপরে নজর রাখছেন। শোক প্রকাশ করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের সনিয়া ও রাহুল গাঁধী। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!