• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে দুই বছর কারাভোগের পর ফিরলো ১৯ নারী


বেনাপোল (যশোর) প্রতিনিধি মে ১৮, ২০১৭, ১২:৫২ পিএম
ভারতে দুই বছর কারাভোগের পর ফিরলো ১৯ নারী

যশোর: দুই বছর ভারতে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৯ জন বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১৭ মে) রাতে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকাপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, ফেরত আসা নারীরা গত দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যান। কোলকাতা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় তারা আটক হন সেদেশের পুলিশের হাতে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দুই বছর কারাভোগ শেষে তাদের আশ্রয় হয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সেল্টার হোমে। সেখান থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর বুধবার রাতে ১৯ জন বাংলাদেশি নারীকে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ।

ফিরে আসাদের সবার বাড়ি নড়াইল, বাঘেরহাট, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে ঐ রাতেই পোর্ট থানা পুলিশ তাদেরকে আহসানিয়া মিশন ও রাইটস যশোর নামে দুইটি এনজি’র হাতে তুলে দিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!