• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২, ২০১৭, ১১:৪৯ এএম
ভারতে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ২০

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে রাষ্ট্রায়াত্ত একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও অনেকে বিদ্যুৎ কেন্দ্রের নতুন খোলা ওই ইউনিটের ভেতরে আটকা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা ধারণা করছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।

ওই বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা কর্তৃপক্ষ ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড এক বিবৃতিতে বলেছে, রায়বরেলির উঁচাহারে তাদের ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রে বুধবার বিকালে দুর্ভাগ্যজনক ওই দুর্ঘটনা ঘটে।

কেন্দ্রের নতুন চালু হওয়া ষষ্ঠ ইউনিটের বয়লার পাইপ বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের অধিকাংশই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। গুরুতর আহতদের লখনৌয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

১৯৮৮ সালে পাঁচটি ইউনিট নিয়ে উঁচাহার পাওয়ার প্ল্যান্টের যাত্রা শুরু হয়, তখন উৎপাদন ক্ষমতা ছিল ২১০ মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা বাড়াতে এ বছর মার্চে ষষ্ঠ ইউনিটের যাত্রা শুরু হয়। প্রাদেশিক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত প্রতেক্যের পরিবারের জন্য দুই লাখ এবং গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি সাহায্যের ঘোষণা দিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!