• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে সম্প্রচার হবে বিটিভির অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ১০:২৭ পিএম
ভারতে সম্প্রচার হবে বিটিভির অনুষ্ঠান

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন- বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় কেবল অপারেটররা এ বিষয়ে আগ্রহী হচ্ছেন না। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। তাই ভারতে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া যায়।

তথ্যমন্ত্রী বলেন- বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!