• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে সাজাভোগের পর দুই বাংলাদেশিকে ফেরত


দিনাজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৮:৩৭ পিএম
ভারতে সাজাভোগের পর দুই বাংলাদেশিকে ফেরত

দিনাজপুর: ১৮মাস সাজাভোগের পর জেলার হাকিমপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে মো. আল আমিন (১৮) ও মো. মনিরুল ইসলাম মমিন (১৭) নামে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করে।

মো. আল আমিন কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং মো. মনিরুল ইসলাম মমিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে।

এসময় বিজিবি বিএসএফ ও শিশু হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, ১৮ মাস আগে আলামিন ও মনিরুল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে সেদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!