• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানে


আন্তর্জাতিক ডেস্ক মে ২০, ২০১৬, ১০:০০ পিএম
ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানে

ভারতের রাজস্থানে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ শুক্রবার দেশটির আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যোধপুরের ফালোদি নগরীতে  এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটিই ভারতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে জানান তারা।এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯৫৬ সালে ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতের উত্তরাঞ্চল জুড়ে দাবদাহ  চলছে। অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বিপি যাদব বলেন, ‘দেশে এ পর্যন্ত রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল বৃহস্পতিবার ফালোদিতে, ৫১ ডিগ্রি সেলসিয়াস।’

গত সপ্তাহের শেষ দিকে ভারতের উত্তর ও পশ্চিমের রাজ্যগুলোতে ‘মারাত্মক দাবদাহের’ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

এ বছর তাপপ্রবাহ শুরু হওয়ার পর এখন পর্যন্ত তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

জুনের মাঝামাঝিতে বর্ষা মৌসুম শুরু হলে অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!