• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের দুর্বলতা জানেন পাকিস্তান কোচ আর্থার


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০১৭, ০৯:৫৯ পিএম
ভারতের দুর্বলতা জানেন পাকিস্তান কোচ আর্থার

ঢাকা: প্রথমবারের মতো অাইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে পাকিস্তান। সরফরাজদের প্রতিপক্ষ বিশ্বের শক্তিশালী ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারত। বর্তমান চ্যাম্পিয়নও বিরাট কোহলির দল। এই দলকে মোকাবেলা করা কতটা কঠিন সেটি ভাল করেই জানা পাকিস্তানের কোচ মিকি আর্থারের। তবে দক্ষিণ আফ্রিকান এই কোচ নাকি ভারতের দুর্বলতা তিনি খুঁজে পেয়েছেন।

এখনও পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ভারতের মিডলঅর্ডার। যদিও তাদেরকে বড় কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। এই সুযোগটিই কাজে লাগাতে চায় পাকিস্তান। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। এমনটিই জানিয়েছেন মিকি আর্থার।

শনিবার (১৭ জুন) ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান কোচ বলেছেন, ‘শুরুতেই আমাদের আক্রমণ করতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ বোলিং-ই আমাদের ভরসা। নতুন বলটা আমাদের ঠিক মতো ব্যবহার করতে হেবে। আমাদের মূল লক্ষ্যই হবে টপঅর্ডারে ধস নামিয়ে তাদের চাপে ফেলে দেয়া।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!