• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের প্রেসিডেন্ট নির্বাচন আজ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৭, ২০১৭, ০৯:৩৫ এএম
ভারতের প্রেসিডেন্ট নির্বাচন আজ

ঢাকা: ভারতের প্রেসিডেন্ট নির্বাচন আজ সোমবার। প্রথম বাঙালি প্রেসিডেন্ট হিসেবে প্রণব মুখার্জির পাঁচ বছর মেয়াদ সম্পন্ন করার পর রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দাকে হতে যাচ্ছেন তা নির্ধারণের দিন। স্থানীয় সময় বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

রাজধানী দিল্লির সংসদ ভবন ও দেশের রাজ্য বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন ভারতের ১৪তম রাষ্ট্রপতিকে।

এবারের লড়াই দ্বিমুখী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। দুইজনই দলিত সম্প্রদায়ের। ভোট গণনা ২০ জুলাই। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

সংখ্যার বিচারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, এই দৌড়ে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দই। যদিও, বিরোধীরাও শেষ রাতে বাজিমাত করার বিষয়ে আশাবাদী।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!