• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে চান নবী


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০১৭, ০৯:১০ পিএম
ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে চান নবী

ঢাকা: টেস্ট ক্রিকেটের স্বপ্নযাত্রা শুরু হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ডের। বৃহস্পতিবার আইসিসির সভায় এই দু’দেশকে টেস্ট পরিবারের সদস্য বানিয়ে নেওয়া হয়। স্বাভাবিকভাবে দু’দেশই দারুন উচ্ছ্বসিত। এখন স্বপ্ন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ যখন দেশ দুটি তাদের অভিষেক টেস্ট খেলবে।

টেস্ট খেলার ছাড়পত্র পাওয়ার পর ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন আফগানিস্তানের অলরাউন্ডর মোহাম্মদ নবী। শনিবার (২৪ জুন) এক সাক্ষাৎকারে নবী বলেন,  ‘আমাদের টেস্ট খেলার স্বীকৃতি পাওয়ার পেছনে ভারতের অবদান অনস্বীকার্য। বিসিসিআই আমাদের সঙ্গে না থাকলে এবং সাহায্য না করলে এটা কখনই সম্ভব হত না।’

বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি একটা সুপ্ত ইচ্ছার কথাও জানিয়েছেন,‘ ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের জার্সি গায়ে প্রথম টেস্ট খেলতে চাই আমি।’

কিছুদিন আগে কাবুলে বিস্ফোরণ ঘটেছে। এ নিয়ে নবীর বক্তব্য,‘চারদিকে একের পর এক  অনভিপ্রেত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এরই মাঝে আইসিসির এই স্বীকৃতি গোটা দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!