• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৪, ২০১৮, ০৪:১৯ পিএম
ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ফাইল ছবি

ঢাকা: অনেক সাধনার পর নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। তাও আবার রেকর্ড গড়ে। উজ্জীবিত টাইগারদের টার্গেট এখন ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। সেই লক্ষ্য সামনে রেখেই বুধবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের জার্সিধারীরা।

যদিও এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে মুশফিক-মাহমুদউল্লারা। তাই আজ টিম ইন্ডিয়াকে হারিয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। এসব বিষয় মাথায় রেখেই একাদশ সাজাবে টিম ম্যানেজম্যান্ট। কেমন হতে যাচ্ছে আজকের ম্যাচে লাল সবুজের একাদশ। জানতে উদগ্রীব টাইগার ভক্তরা। আসুন সেই বিষয়ে কিছুটা ধারনা নেয়া যাক।  

নিদাহাস ট্রফিতে আগের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ৩ ওভারে ৪০ রান দিয়েছিলেন এই গতি তারকা। আর প্রথম ম্যাচে ৩ ওভারে দিয়েছিলেন ২৮ রান। সেই বিবেচনায় আজ তাসকিনের বদলে একাদশে আসতে পারেন আবু হায়দার রনি।

পাশাপাশি ধারাবাহিক অফ ফর্মে থাকা সাব্বির রহমানেরও একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ম্যাচে ২৬ বলে ৩০ রান ফর্মে ফেরার আভাস দেওয়া টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট হিসাবে থেকেও যেতে পারেন। এবার চলুন দেখে নেয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান/নুরুল হাসান/আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, তাসকিন আহমেদ/আবু হায়দার রনি, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!