• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের মাটিতে বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজ জুনে


ক্রীড়া ডেস্ক মার্চ ২১, ২০১৮, ০৬:৩০ পিএম
ভারতের মাটিতে বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজ জুনে

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে এরইমধ্যে নজর কেড়েছে আফগানিস্তান। বিশ্বের কোটি ক্রিকেট ভক্তরা জেনে গেছেন নবী-রশীদদের দুর্দান্ত পারফরম্যান্সের কথা। অভিজাত টেস্ট পরিবারের সদস্য পদও পেয়েছে দেশটি। ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামবে আফগানরা। এরপর সেখানে বাংলাদেশের বিপক্ষে একটি ওযানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

মাস দুয়েক আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের কাছে আগেই প্রস্তাব পাঠিয়েছে আফগানিস্তান। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জুনের প্রথম সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। মঙ্গলবার (২১ মার্চ) বিষয়টিও স্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘আমরা আফগান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাবে পেয়েছি। ভেন্যু ভারতের দেরাদুন এবং সময়কাল জুনের প্রথম সপ্তাহে। আমরা নীতিগতভাবে খেলতে রাজি। তবে সেটি এখনও আলোচনার পর্যায়ে।’

এর আগে ২০১৬ সালে দেশের মাটিতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে টাইগাররা ২-১ এ সিরিজ জিতলেও আফগানদের পারফর্মেন্স ছিল নজরকারা। তাই বলাই যায় কঠিন একটা সিরিজ অপেক্ষা করছে টাইগারদের জন্য।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!