• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন শেষ: বৃহস্পতিবার ফল


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৭, ২০১৭, ০৭:৩৭ পিএম
ভারতের রাষ্ট্রপতি নির্বাচন শেষ: বৃহস্পতিবার ফল

ঢাকা: প্রতিবেশি বন্ধুপ্রতীম দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার(১৭ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন ৭৭৬ জন এমপি ও ৪ হাজার ১২০ জন এমএলএ। এমপিরা সবুজ ব্যালট পেপারে ও এমএলএ সদস্যরা গোলাপি ব্যালট পেপারে ভোট দিয়েছেন।

বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরে এখন গণনা হবে। তবে, রাষ্ট্রপতি কে হচ্ছেন তার ঘোষণা দেয়া হবে আগামী বৃহস্পতিবার(২০ জুলাই)। দেশটির হিমাচল প্রদেশে পড়েছে শতভাগ ভোট। বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, রাজ্যের ৬৭ জন এমএলএ ভোট প্রদান করেছেন।

ভারতের ১৪তম রাষ্ট্রপতি হতে দলিত সম্প্রদায়ের রামনাথ কোবিন্দের সঙ্গে বিরোধীদলীয় প্রার্থী মীরা কুমার ভোটে অংশ নিয়েছেন। 

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!