• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৬, ০৫:৪০ পিএম
ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশের মেয়েরা

ঢাকা : এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের বড় লক্ষ্য ছিল শক্তিশালি ভারতকে হারানো। কিন্তু সেটা আর হলো কই। উল্টো তাদের কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। ভারত আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১১৮ রান। জবাবে বাংলাদেশের মেয়েদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৫৪ রানে।

টস হেরে ব্যাট করতে নামা ভারতকে দারুন শুরু এনে দেন মিতালি ও স্মৃতি। দুজনে মিলে তুলে ফেলেন ৭০ রান। স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জাহানারা আলম। তার আগে স্মৃতি করেন ৪১ রান। তবে শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত ছিলেন মিতালি। ৪ ওভার বল করে ১২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন খাদিজাতুল কুবরা।

ভারতের ১১৮ রানের জবাব দিতে নেমে দুজন ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শায়লা ৩৬ বলে ১৮ এবং সালমা ২২ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত ৫৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন পুনম যাদব।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!