• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভারতের সেরা সুইং বোলার ভুবনেশ্বর’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০১৬, ০৭:৪০ পিএম
‘ভারতের সেরা সুইং বোলার ভুবনেশ্বর’

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিং দাপট দেখালেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। তিনি দশ ওভারে খরচ করেছেন মাত্র ৩৩ রান। আর উইকেট নিয়েছেন ৫ টি। এরই ফলে তিনি তকমাও পেয়ে গেছেন ভারতের সেরা সুইং বোলারের।

শুক্রবার থেকে শুরু হওয়া ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে ৩১৬ রান করে অলআউট হয়। পরে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে ভারতের বোলিং দাপটে ২০৪ রানেই তাদের ইনিংস থেমে যায়।

ভুবনেশ্বর একাই নিয়েছেন ৫ উইকেটে। তার শিকারের মধ্যে ছিলেন মার্টিন গুপটিল, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরি।
ভুবির এমন পারফরম্যান্সের পর ইরফান পাঠান টুইট করেন, ‘ভারতের মাটিতে জোরে বোলারদের পক্ষে পাঁচ উইকেট নেওয়া মোটেও সহজ নয়।’

প্রাক্তন এই পেসার বলেন, ‘ভুবনেশ্বরের সুইংয়ে দিশেহারা হয়েছে কিউই ব্যাটসম্যানরা। ওর কোন বলটা ভিতরে আসবে আর কোনটা বাইরে যাবে ধরতেই পারেনি কেউ। ভুবনেশ্বরই এখন দেশের সেরা সুইং বোলার।’

দ্বিতীয় টেস্টে ভারত প্রথমে ব্যাট করে ৩১৬ রান করে। নির্ধারিত লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের কোন ব্যাটসম্যানই তেমনভাবে দাঁড়াতে পারেননি। ২০৪ রানেই তাদের ইনিংস থেমে যায়। ফলে ভারত ১১২ রানের লিড নিয়ে এখন আবার দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে।
উল্লেখ্য, এ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ভারতের ৫০০ তম টেস্ট ম্যাচ ছিল। ওই ম্যাচটি ভারত ১৯৭ রানে জিতেছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!