• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওয়াহ্বহাব মিঞা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০১৭, ১০:৩০ পিএম
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওয়াহ্বহাব মিঞা

ঢাকা: প্রধান বিচারপতির অনুপস্থিতে সুপ্রিমকোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্বহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ সফরের সময় তিনি এ দায়িত্ব পালান করবেন। 

আগামী ১০ থেকে ২২ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবার নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্বহাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন।

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১৮-২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে, এ সম্মেলনে যোগ দেয়ার আগে কানাডায় যাবেন প্রধান বিচারপতি। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!