• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় একটি ভবনে বিস্ফোরণ, নিহত ১


ময়মনসিংহ প্রতিনিধ মার্চ ২৫, ২০১৮, ০৭:১৭ এএম
ভালুকায় একটি ভবনে বিস্ফোরণ, নিহত ১

ময়মনসিংহ: জেলার ভালুকায় একটি ভবনে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভবনটি ঘিরে রেখেছে ‍পুলিশ। শনিবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার পর ভালুকা মাস্টারবাড়ি এলাকায় ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বিস্ফোরণে ভবনের তৃতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচের জানালা ভেঙে অনেক দূর পর্যন্ত ছিটকে গেছে। তিন তলার একটি কক্ষে একজনের লাশ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণে ঝলসে গুরুতর আহত হাফিজ (২৫) ও দীপ্ত সরকারকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত শাহীন (২৪) নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ময়মনসিংহে ইন্টারর্নি করতে জন্য এক মাসের জন্য রুমটি ভাড়া নেয় বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাফিজ ও দীপ্তর শরীরের প্রায় ৫০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোনালীনিউজ/ঢাকা/এআই 

Wordbridge School
Link copied!