• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ভালো লাগছে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো খেলছে’


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৬, ১২:৫২ পিএম
‘ভালো লাগছে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো খেলছে’

টানা চার হার মুশফিকের বরিশাল বুলসের। ছিটকে পড়েছে তারা টুর্নামেন্ট থেকে। তবে এ নিয়ে আক্ষেপ নেই তার। রঙিন ক্রিকেটের চিত্র হঠাৎ করেই বদলে যাওয়া নতুন কিছু নয়। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে বড় বিষয়টি হচ্ছে এবারের বিপিএলে জাতীয় দলের সতীর্থরা ভালো খেলেছে। তিনি নিজেও ১২ ম্যাচে করেছেন ৩৪১ রান। যেখানে রয়েছে দুই হাফসেঞ্চুরি। 

তাই পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিকুর রহিম সতীর্থদের কথা বলতে ভুলে যান নি। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা ভালো করছে। তামিম, রিয়াদ ভাই, মোসাদ্দেক, সাকিব ব্যাটিংয়ে ভালো করেছে। বোলিংয়ে মাশরাফি ভাই ভালো করেছে। আশা করছি সিরিজ শুরুর আগে সবাই ফিট থাকবে। আমরা নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে ক্যাম্প করব। আশা করছি সেখানকার ক্যাম্পে ক্রিকেটাররা উপকৃত হবে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। আশা করছি নিউজিল্যান্ডে আমরা ভালো একটি সিরিজ খেলব।’

ব্যাটিংয়ে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তামিম ইকাবালের। ৪২৫ রান করেছেন দেশসেরা ওপেনার। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩১৯ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭১ এবং সাকিব আল হাসান ১৮৫ রান করেছেন। জাতীয় দলের অন্যদের মধ্যে ব্যাট হাতে দূত্যি ছড়িয়েছেন সাব্বির রহমান (২৮৯), মুমিনুল হক (২৭৭), নাসির হোসেন (১৫৮)।

বল হাতে শফিউল ইসলাম এখন পর্যন্ত দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন। এছাড়া চোট পাওয়া মোহাম্মদ শহীদ নিয়েছেন ১৫ উইকেট। তাসকিনও সমানসংখ্যাক উইকেট পেয়েছেন। শেষ কয়েকম্যাচ ধরে ধারাবাহিকভাবে আগুনঝরা বোলিং করছেন রুবেল হোসেন। বিপিএলে তার পকেটে গেছে ১৩ উইকেট। এছাড়া মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ১১ উইকেট। সব মিলিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা বেশ ভালো অবস্থানে আছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!