• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে পুলিশের চকলেট বিতরণ


বরিশাল ব্যুরো ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৭:০০ পিএম
ভালোবাসা দিবসে পুলিশের চকলেট বিতরণ

বরিশাল: আনন্দ উচ্ছ্বাসে বরিশালে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীতে চকলেট বিতরণ করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ। নগরীর কাকলীর মোড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও যানবাহন চালকদের মাঝে এ চকলেট বিতরণ করা হয়েছে।

বিএমপি কোতয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সর্ম্পক আরো দৃঢ় করার উদ্যেশে ভালোবাসা দিবসে এ আয়োজন।

এদিকে দিবসটি উপলক্ষে নগরীর ফুলের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এমনকি প্রতিটি কলেজে দেখা গেছে, চোখ ধাঁধানো পোষাক পরে তরুণ-তরুণীরা এসেছেন। তাদের প্রায় সবার হতে ছিল নানা রকমের ফুল। আনন্দ উল্লাস ও দিনভর আড্ডা হাসিতে মেতে ছিল তারা।

বুধবার সকাল থেকেই নগরীর ৩০ গোডাউন বদ্ধভূমি, কেডিসি, প্লানেট ওয়াল্ড, শিশু পার্ক, দূর্গা সাগর, দপদপিয়া সেতু, বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চমকপ্রদ পোষাক পরিহিত হয়ে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা অবস্থান নেয়।

একে অন্যকে প্রেম নিবেদনের জন্য হাতে হাতে তাদের ফুল শোভা পায়। কেউ কেউ আড্ডা দিয়েও দিনটি পার করেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!