• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষান্তর করো


নাসির আহমেদ সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০১:৪৮ পিএম
ভাষান্তর করো

যদি পারো ভাষান্তর করো ওই মেঘের স্তব্ধতা
কেন বৃষ্টি মুখে নিয়ে বসে আছে অদৃশ্যের ঝড়!
কেন এই বৃষ্টিহীন মেঘের দৈত্যের কালো ভয়ঙ্কর থাবা
তুলে আছে কার জন্য কী এমন ক্রোধে নির্বিকার।

আমি এই বৃষ্টির আড়ালে দেখি ঝড়ের তাণ্ডব
আমি এই মেঘের জমাট বাঁধা ক্রোধে দেখি রুষ্ট প্রকৃতিকে
নদীকে হত্যার দায়ে দৈত্যের ক্রুদ্ধতা আজ চরাচর জুড়ে
যদি পারো অনুবাদ করো এই প্রকৃতির রহস্যময়তা।

আমাকে বোঝার আগে চলে যাও আমার অঝোরবৃষ্টি
ঝরা সেই উদ্দাম শৈশবে যেখানে বৃষ্টির সঙ্গে
সবুজ শস্যের সঙ্গে অসংখ্য বৃক্ষ-গাছগাছালির সঙ্গে
আমার নিবিড় সখ্য ছিল। আজ আমি বৃক্ষহীন মরুর বাসিন্দা।

আমার দু’চোখে ক্রোধ প্রাত্যহিকতার মতো ক্রুদ্ধতার ঝড়
আমার স্বপ্নের চেয়ে এত ছোট আমি কোথায় ভরসা রাখি কার?
স্বপ্ন ভঙ্গ হতে হতে তোমাকেও আজ আমি চিনতে পারি না
সত্যিই কি স্নিগ্ধ বৃষ্টি নাকি আছে অন্তরালে বিরহের ঝড়।

যদি পারো ভাষান্তর করো ওই মেঘ আর নিসর্গের দুঃখ
তারপর বুঝে নিও বিক্ষুব্ধ হৃদয় কেন হত্যা করে রোমান্টিকতাকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!