• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভাস্কর্য নিয়ে আদালত যেন কুলষিত না হয়’


আদালত প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৭, ০১:৪৬ পিএম
‘ভাস্কর্য নিয়ে আদালত যেন কুলষিত না হয়’

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত পবিত্র স্থান। ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যেনো এর পবিত্রতা নষ্ট না হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউটে  বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে আদালত যেন কুলষিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। ’

তিনি বলেন, ‘ভাস্কর্য আমাদের বলে স্থাপন করা হয়নি। এটা সরানো সুপ্রিম কোর্টের ব্যাপার। তবে এতোটুকু বলতে পারি, আদালত পবিত্র স্থান। এটাকে কেন্দ্র করে যেনো এর পবিত্রতা নষ্ট না হয়। এখানে যাতে কোনো রকম অরাজকতা না হয় সেটা সকলের বিবেচনা করা উচিত।’

‘যাবজ্জীবন মানে আমৃত্যু করাবাস’ এই রায়ের বিষয়ে  আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে রায় দেখে কয়েকদিন পর কথা বলব। পূর্ণাঙ্গ রায়ে কিছু বক্তব্য এসেছে। ভারতের কিছু জাজমেন্টেরে কথা উল্লেখ আছে বলে শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে এই ব্যাপারটা আমি নিজে দেখতে চাই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!